বার্তাকক্ষ
স্মার্টফোনের জন্য বর্তমান সময়ে স্টোরেজ তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কেননা এখনকার ডিভাইসগুলোয় প্রিবিল্ট হিসেবে বড় স্টোরেজ দেয়া হয়। তবে স্টোরেজ থাকলেও ব্যবহারকারীকে সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা থেকে সমাধানে নতুন সুবিধা যুক্ত হয়েছে গুগল ফটোজে। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্টোরেজ খালি করতে পারবে। খবর টেকটাইমস।
উচ্চ-রেজল্যুশনের ক্যামেরায় তোলা ছবি সংরক্ষণে বেশি জায়গার প্রয়োজন হয়। আর ছবি সংরক্ষণের জন্য গুগল ফটোজ বেশ প্রচলিত। ছবির আকার যা-ই হোক না কেন, তা ফটোজে সংরক্ষণ করা যায়। এটি ব্যবহার করে ফোনের স্টোরেজও খালি করা যাবে।ফটোজ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডিভাইসের স্টোরেজ খালি করার আগে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর সাইন ইন করে ছবি আপলোড করা শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে স্টোরেজ খালি করার প্রক্রিয়া শুরু করতে হবে।
প্রথমে ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এরপর বাম দিকে ওপরে থাকা লাইন আকারের অপশনে প্রবেশ করতে হবে। সেখানে সেটিংসে গিয়ে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক চালু করতে হবে। ব্যাকআপ শেষ হওয়ার পর সেখানে ডিভাইসে থাকা ছবি, ভিডিওর স্টোরেজ মুছে দেয়ার অপশন আসবে। সেটি ক্লিক করে ডিভাইস স্টোরেজ খালি করা যাবে। তবে স্টোরেজ খালি করার আগে অবশ্যই সব ফাইল, ছবি গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে হবে।
