বার্তাকক্ষ
তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম এরইমধ্যে বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানেরও চর্চা করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ এরইমধ্যে ৫০ লাখের বেশি ভিউয়ার পেয়েছে। এরপর তার গাওয়া ‘গালি গালি’ গানটি প্রকাশ হয়। এবার তিনি হাজির হচ্ছেন নতুন হিন্দি গান নিয়ে। শিরোনাম ‘তু হে কাহা’। এই গানে মডেল হয়েছেন র্যাম্প তারকা আফরিনা তৃণ। নতুন গান প্রসঙ্গে ফাহিম বলেন, একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানও আমার পছন্দ। আমি মনে করি সংগীতের কোনো সীমানা নেই।
সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেয়া। রাশেদ মজুমদারের পরিচালনায় গানটির সুর করেছেন অম্লান চক্রবর্তী।
