Thursday, September 28, 2023
Homeখেলাফাহিম-কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ফাইনালে

ফাহিম-কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ফাইনালে

Published on

সাম্প্রতিক সংবাদ

একাদশে ভর্তিতে বাড়তি ফি নেয়া বন্ধ

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়তি ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়।...

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক...

বটিয়াঘাটায় দুষ্কৃতিকারী কর্তৃক আমন ধানের ফসল নষ্ট

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজায় কৃষকের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪বিঘা...

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর : এমপি রণজিৎ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের...

বার্তাকক্ষ
ম্যাচের শুরুর দিকে এমফন উদোহ ভয় ধরিয়ে দিয়েছিলেন। একাই দুটো সুযোগ থেকে গোল করতে পারলে এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। কিন্তু তা হয়নি। বিপরীতে কিছুটা গুছিয়ে নিয়ে আবাহনী লিমিটেড প্রথমার্ধের শেষ দিকে এসে ঝলক দেখায়। এই রেশ ছিল শেষ পর্যন্ত। ফয়সাল আহমেদ ফাহিম ও দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ৩-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফাহিমের জোড়া গোলের সঙ্গে অন্যটি কলিনদ্রেসের।
মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই জায়ান্টের ম্যাচটিতে কম উত্তেজনা ছিল না। শুরুর দিকে শেখ রাসেল দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেছে। নাইজেরিয়ান স্ট্রাইকার উদোহর ভাগ্য সুপ্রসন্ন ছিল না। দুটো সুযোগই নষ্ট করে দলকে গোল বঞ্চিত করেছেন।
ম্যাচ ঘড়ির ৮ মিনিটে হেমন্তের মাপা ক্রসে উদোহ পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শহীদুল আলম সোহেলকে কাটিয়ে ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বল গিয়ে সাইড নেটে আঘাত হানে।
১২ মিনিটে উদোহ বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও তা সরাসরি গোলকিপার শহীদুলের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে আবাহনী কম সুযোগ পায়নি।
২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফাহিমের মাটি গড়ানো শট দূরের পোস্ট দিয়ে যায়। ৩৫ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিক যায় পোস্টের বাইরে দিয়ে।
দুই মিনিট পর আবাহনীর সমর্থকদের মুখে হাসি। রেজাউলের লং বল থেকে কলিনদ্রেস বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলকিপার রানাকে পরাস্ত করেন। বল পোস্টের নিচে লেগে জড়িয়ে যায় জালে। এর আগে শুরুতে ডিফেন্ডার মনির হোসেন চেষ্টা করেও পারেননি কলিনদ্রেসকে আটকাতে।
বিরতির পর আবাহনীর দাপট চলতে থাকে। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো দুর্দান্ত খেলেছেন। শুরুর দিকে কলিনদ্রেস-রাফায়েল একটি করে সুযোগ নষ্ট করেছেন। তবে ৫০ মিনিটে সেই রাফায়েলই সতীর্থ ফাহিমকে দিয়ে দ্বিতীয় গোল করান। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ক্ষিপ্রগতিতে বল নিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেছিলেন ফাহিমের উদ্দেশ্যে, এই ফরোয়ার্ড সুন্দর প্লেসিংয়ে গোলকিপারকে পরাস্ত করেন।
৭০ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। প্রতি আক্রমণ থেকে দেখেশুনে রাফায়েল অগাস্তোর পাসে ডানপ্রান্তে ফাহিম ক্রস করতে গিয়ে সরাসরি বল জড়িয়ে দেন জালে। ৭৮ মিনিটে কলিনদ্রেস গোলকিপারকে একা পেয়ে ওপর দিয়ে শট নিলে তা সাইড পোস্টে লেগে লক্ষ্যভেদ হয়নি।
তিন গোলে পিছিয়ে শেখ রাসেল শোধ দেওয়ার চেষ্টা করেও পারেনি। এবার আর তাদের প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি। রেফারির শেষ বাঁজি বাজতেই আবারও ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার উৎসবে মেতেছে আকাশি-নীল জার্সিধারীরা।
আগামী ৩০ মে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ফাইনাল খেলবে আবাহনী।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

দলগত র‌্যাঙ্কিংয়ের ইতিহাস এবার ভারত, পাকিস্তানের পক্ষে

প্রতিদিনের ডেস্ক ওয়ানডেতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে। মাত্র দুটি রেটিং...

`বিতর্ক` পেছনে রেখে ফুরফুর মেজাজে বিশ্বকাপে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক 'কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সবসময়ই...

এক ম্যাচে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি

প্রতিদিনের ডেস্ক একেই বলে ‘ঝোপ বুঝে কোপ মারা’। দূর্বল প্রতিপক্ষ পেয়ে কড়া শাসন করা। রান...