প্রতিদিনের ডেস্ক॥ নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির চেম্বারে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম সানাউল হকের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মো. আব্দুর রহিম, উপ পরিচালক মো. মতিউর রহমান, উপ পরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান, এর আগে নতুন প্রধান বিচারপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
