প্রতিদিনের ডেস্ক॥ বছর খানেক আগে সম্পর্ক ভেঙেছে পপ তারকা শাকিরার। এবার বিপাকে পড়েছেন নতুন করে। ট্যাক্স জালিয়াতির মামলায় তিনি ফেঁসে যাচ্ছেন। আট বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে তার। তবে এ গায়িকা বিষয়টি অস্বীকার করেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়কর বাবদ ১৪.৫ মিলিয়ন ইউরো দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিচার এড়াতে একটি সমঝোতাও করেছিলেন তিনি। তবু লাভ হয়নি। চুক্তি অনুসারে, সময়সীমা কোনওভাবেই আর বর্ধিত হবে না। বিচারক ৪৬ বছর বয়সী এই পপ তারকার কর জালিয়াতির তদন্তে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদনও জানিয়েছেন।
শাকিরা ২০২২ সালের জুলাই মাসে তার মামলা নিষ্পত্তির জন্য সরকারি আইনজীবীদের দেয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন।
গায়িকা তখন বলেছিলেন, তার নিজের প্রতি বিশ্বাস রয়েছে। তিনি নির্দোষ। তিনি মনে করেন আইনের হাতেই বিষয়টি ছেড়ে দেয়া উচিত। যদিও তখন পর্যন্ত আদালতের ঘোষিত চুক্তি প্রকাশ্যে আসেনি। এর আগে ‘প্যারাডাইস পেপারস’ ফাঁসেও শাকিরার নাম জড়িয়েছিল। তখনও দীর্ঘদিন বেশকিছু সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সে। শাকিরার ওই সময়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। তখন তিনি মিয়ামিতে চলে আসেন।
সরকারি আইনজীবীর অভিযোগ, শাকিরা বছরে অর্ধেকেরও বেশি সময় স্পেনে কাটিয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে গায়িকা বলেছিলেন, তিনি এর জন্য পেমেন্টও করেছিলেন। তবু তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় একটি সম্পত্তি তিনি কিনেছিলেন, সেটা ঘিরেই শুরু হয় সমস্ত সমস্যা।
