বার্তাকক্ষ
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও কিয়ারা আদভানি। ২০১৯ সালে প্রথমবার ‘গুড নিউজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এবার ফের একসঙ্গে দেখা যাবে দুই অভিনেত্রীকে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে তৈরি হবে ছবিটি। চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। যদিও কিয়ারা খুব ব্যস্ত ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারে। এদিকে কারিনার হাতেও রয়েছে বেশকিছু কাজ।
