Saturday, December 9, 2023
Homeরাজনীতিফের রওশন-কাদেরের দ্বন্দ্ব, ইসিতে পাল্টাপাল্টি চিঠি

ফের রওশন-কাদেরের দ্বন্দ্ব, ইসিতে পাল্টাপাল্টি চিঠি

Published on

সাম্প্রতিক সংবাদ

শার্শায় পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাগআঁচড়াসহ শার্শার বাজার গুলোতে এক রাতের...

নড়াইলে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

এসকে সুজয়, নড়াইল নির্বাচিত ৫টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা ও সদর উপজেলা পর্যায়ে ১০জন...

দেবহাটায় নারী ও বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

রুহুল আমিন, দেবহাটা "নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ" এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক...

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

জামিল হায়দার জনি, নাটোর জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ...

প্রতিদিনের ডেস্ক॥জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের মধ্যে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলমান। সেই দ্বন্দ্ব এবার গড়ালো নির্বাচন কমিশন বরাবর। কার সইয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, লাঙ্গল প্রতীকের মালিক কে হবেন এবং জাপা মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে জানিয়ে শনিবার (১৮ নভেম্বর) জিএম কাদের ও রওশন এরশাদ ইসিতে পৃথক পৃথকভাবে চিঠি দিয়েছেন।
এদিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেন বেগম রওশন এরশাদ।
চিঠিতে রওশন এরশাদ জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এটা হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।
তিনি আরও জানান, এই নির্বচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
একই দিন সিইসিকে লেখা আরেকটি চিঠিতে জাতীয় পার্টির ভোটে আসার বিষয়টি জানানো হয়েছে। দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সই করা চিঠিটি ই-মেইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়।
চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরওপিও অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নৌকার প্রার্থীকে ‘আমাদের আবুল কালাম’ বললেন গাইবান্ধার ডিসি

প্রতিদিনের ডেস্ক মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আবুল কালাম আজাদ নামের আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীকে...

রোববার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি

প্রতিদিনের ডেস্ক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন...

সংবিধান মেনেই নির্বাচন করছি, নিষেধাজ্ঞা আসবে কেন: প্রশ্ন কাদেরের

প্রতিদিনের ডেস্ক কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং...