মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
বঙ্গবন্ধুর কণ্যা দেশের সব উন্নয়ন করে ফেলছেন,এটা তাদের ভাল লাগে না। এ কারনে, তারা আবারও অবরোধ দিয়ে গাড়ি ভাংচুর করছেন,গাড়ি পোড়াচ্ছে,অগ্নি সংযোগ করে, মানুষ পুড়িয়ে হত্যা করছে। বুধবার( ০৭-১১-২৩) কোটচাঁদপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন, ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজান আলী, সিনিয়র সহসভাপতি ফারজেল হোসেন মন্ডল, আতাউর বাবলু,পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি মিজানুর রহমান খান, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান। এর আগে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কোটচাঁদপুর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদর্ক্ষিন করে। এরপর সমাবেশ স্থলে এসে মিছিল শেষ।
বঙ্গবন্ধুর কণ্যা দেশের সব উন্নয়ন করে ফেলছেন : এম পি চঞ্চল
Published on
