বার্তাকক্ষ ,,ভারতীয় বাংলা সিনেমার অন্যতম আবেদনময়ী বাঙালি অভিনেত্রী পাওলি দাম। অভিনয় করেছেন বলিউড সিনেমায়। বলা বাহুল্য নিজেকে বোল্ড রূপে ধরে রাখতে জুড়ি নেই তার। প্রায় ১৭ বছর আগে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। কিন্তু তার এই শুরুটা মোটেও সহজ ছিল না। অনেক বডি শেমিংয়ের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান নানা তথ্য। তিনি বলেন, ইন্ড্রাস্টির শুরুতে নানা ধরনের কথা শুনতাম। ভালো চরিত্র পেতাম না। তবে আত্মবিশ্বাস হারাইনি।
‘কালবেলা’ সিনেমা মুক্তির পর মানুষ আমাকে গুরুত্বের সঙ্গে নিতে শুরু করেন। আমার শরীরের রং আকস্মিকভাবে বদলে যায়! আমার অস্বাভাবিক চেহারাও আমার জন্য কাজ করে। এখনো পাওলির শরীর নিয়ে মানুষ নানা রকম মন্তব্য করেন। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি মুটিয়ে গেছি, এত ওজন বাড়িয়েছি কেন, এত মোটা হওয়ার পরও শর্ট ড্রেস পরেছো-এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মোটা না পাতলা হবো সেই সিদ্ধান্ত অন্যজন দেয়ার কে? অনেকে বলেন যে, আমার শরীর ঢেকে রাখা উচিত। কারণ আমার সেরকম ফিগার নেই। আমি তাদের নিন্দা করছি না। বরং আমি আত্মবিশ্বাসী। আমি জানি কীভাবে ছোট পোশাক পরতে হয়। আর আমার যেটা পরে স্বাচ্ছ্যন্দবোধ করি সেটাই পরবো।