খুলনা সংবাদদাতা
খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট হতে গভঃ ল্যাবরেটরি হাইস্কুল পর্যন্ত ১ হাজার ১৮৫ মিটার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র এপ্রোচ সড়ক দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন হচ্ছে। এলজিইডি ও কেসিসি’র যৌথ উদ্যোগে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি আধুনিকায়ন হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮৪ লক্ষ ৫৪ হাজার ২৩০ টাকা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা-যশোর মহাসড়কের কুয়েট রোডের প্রবেশদ্বারে আধুনিক ট্রাফিক আইল্যান্ড ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে। কুয়েট রোডের প্রবেশদ্বার হবে ৬০ ফুট প্রশস্ত। ২ লেন বিশিষ্ট সড়কটির প্রত্যেক লেন প্রশস্ত হবে সাড়ে ২২ ফুট। সেই হিসেবে মূল সড়কটি প্রশস্ত হবে ৪৫ ফুট। সড়কের মাঝখানে রোড ডিভাইডার সহ দুই পাশে পানি নিষ্কাশনের জন্য থাকবে ৫ ফুট প্রশস্ত ড্রেন। ড্রেনের উপর দিয়ে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা রয়েছে। কুয়েট প্রধান ফটকের সামনে আধুনিকতার ছোঁয়ায় নির্মিত হবে দৃষ্টিনন্দন আইল্যান্ড।
জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে দাবী করে আসছিলো এপ্রোচ সড়কটি দৃষ্টিনন্দন এবং আধুনিকায়নের। উন্নত দেশের সড়কের আদলে এপ্রোচ সড়কটির ডিজাইন করেছে কুয়টের প্রকৌশলীবৃন্দ। ইতিমধ্যে সড়কটির টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সড়কটির বাস্তবায়নকারী সংস্থা খুলনা সিটি কর্পোরেশন মাহবুব ব্রাদার্স প্রাঃ লিঃ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চলতি বছরের ১২ জানুয়ারি কুয়েট এপ্রোচ সড়ক উন্নয়ন কাজের কার্যাদেশ প্রদান করা করেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) এপ্রোচ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো- ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া, প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ, বিশ্ববিদ্যালয় অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পিডি ড. জুলফিকার হোসেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, সচিব মোঃ আজমল হক, প্রধান প্রকৌশলী মোঃ আজিজুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাঃ লিঃ ‘র চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর শেখ মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী হেদায়েত উল্লাহ চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ আশরাফ আলী, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময় ২০২৪ সালের ১২ জানুয়ারীর মধ্যে এপ্রোচ রোডের উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করেন।
