কামরুজ্জামান মুকুল,বাগেরহাট.
১৪৬ তম বর্ষপূর্তিতে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময়, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা রতন কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।