প্রতিদিনের ডেস্ক
চরম দুর্দিনে পাশে দাাঁড়ানোর জন্য বাংলাদেশসহ পাঁচ রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার ওই পাঁচ দেশকে ধন্যবাদ জানায়। খবর ওয়াফার। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে লিখিত অনুরোধ জানিয়েছে বাংলাদেশসহ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি। আইসিসির প্রসিকিউটর করিম খান শুক্রবার তিনি জানিয়েছেন, যৌথভাবে ওই পাঁচ দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই আবেদন করেছে। দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের বর্তমান গুরুতর পরিস্থিতিতে আইসিসি যেন জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে তারা।
