বার্তাকক্ষ
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। এ সময়ের মধ্যে নীতিমালা লঙ্ঘন করায় বাংলাদেশ থেকে ৫০ লাখ ভিডিও অপসারণ করেছে প্লাটফর্মটি।
প্লাটফর্মটিকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রকাশিত প্রতিবেদন সেগুলোকে প্রতিফলিত করে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ভুল তথ্য রুখে দেয়ার ক্ষেত্রে টিকটক আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এছাড়া ডিজিটাল সাক্ষরতা শিক্ষা ও প্লাটফর্মের সমস্যা সমাধানের বিষয়টিও তুলে ধরেছে।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে নীতিমালা লঙ্ঘন করায় টিকটক বিশ্বব্যাপী ১১ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৩০০টি ভিডিও সরিয়েছে। এটি টিকটকে এ সময়ের মধ্যে আপলোড করা মোট ভিডিওর ১ শতাংশ। প্রথম প্রান্তিকে যার হার ছিল ৮৩ দশমিক ৬ শতাংশ, আর দ্বিতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ১ শতাংশে।
২৪ ঘণ্টার মধ্যে ভিডিও সরানোর ক্ষেত্রেও দ্বিতীয় প্রান্তিকে এগিয়ে আছে প্লাটফর্মটি। এ সময় ভিডিও সরানো হয়েছে ৮৩ দশমিক ৯ শতাংশ। প্রথম প্রান্তিকে এ হার ছিল ৭১ দশমিক ৯ শতাংশ। গত প্রান্তিকে টিকটক তাদের প্লাটফর্মে ৩৩টি নতুন ভুল তথ্য শনাক্ত করেছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরিয়েছে টিকটক।
