বাংলাদেশ দলে আবারও কিংসলে

0
19

বার্তাকক্ষ ,,মার্চের ফিফা উইন্ডো অনুযায়ী তিন জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে সেশেলস ও ব্রুনাই। টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জাতীয় ফুটবল দল ঘোষিত হয়েছে। ২৭ সদস্যের দলে আবারও ডাক পেয়েছেন স্ট্রাইকার এলিটা কিংসলে।
হাভিয়ের কাবরেরার দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিনজন- ডিফেন্ডার আলমগীর মোল্লা, গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও মিডফিল্ডার মজিবর রহমান জনি। আরও একটি চমক আছে এই দলে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মিডফিল্ডার রবিউল হাসান। এছাড়া ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক শহিদুল আলম সোহেল, মিতুল মারমা ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীবও আছে। সবশেষ গত বছরের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা।
দলের প্রস্তুতি হবে সৌদি আরবে। আগামী ৫ ও ৬ মার্চ ধাপে ধাপে দল সেখানে যাবে।কিংসলের এবারের অন্তর্ভুক্তি নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘কিংসলেকে আবারও ডাকা হয়েছে। আশা করছি তার খেলা নিয়ে সংশয় থাকবে না। প্রতিপক্ষ কোনও দল যদি কোনও আপত্তি বা প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এরই মধ্যে ফিফা থেকে সবধরনের অনাপত্তি পেয়েছি।’
বাংলাদেশ প্রাথমিক দল: আনিসুর রহমান, কাজী তারিক রহমান, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান জনি, মেহেদী হাসান জনি, আমিনুর রহমান সজীব, শাহরিয়ার ইমন ও রবিউল হাসান।