বাগআঁচড়া প্রতিনিধি
যশোরের শার্শায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আসলাম হোসেন(২৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার বালুন্ডা-জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ। আটক আসলাম বেনাপোল পোর্ট থানাধীন কদমতলা(বরোপোতা)গ্রামের আবু কালামের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালুন্ডা টু জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে বাইসাইকেল চালিয়ে আসা একজনকে গতিরোধ করে তার সাইকেলে ঝোলানো বাজারের ব্যাগ তল্লাশী চালিয়ে ১০০বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামী বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
