বাগেরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
15

বাগেরহাট প্রতিনিধি
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে আলোচনা সভা ও র‌্যালির মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধি, যুব রেডক্রিসেন্টের সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। এর আগে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বাগেরহাট কালেক্টরেটর চত্বরে মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।