বার্তাকক্ষ
ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৯টি বছর কাটিয়ে দিয়েছেন। বলিউড ও দক্ষিণের বড় বাজেটের ছবিতে অভিনয় করে আলোচনায় চলে এসেছেন পূজা হেগড়ে। সর্বশেষ সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ অভিনয় করেছেন। এদিকে দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে এরপর ‘গুন্টুর কারম’ ছবিতে দেখা যাবে তাকে, এমনটাই জানা ছিল সবার। নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন পূজা। কিন্তু এবার হঠাৎ জানা যাচ্ছে, ত্রিভিকারম শ্রীনিবাস পরিচালিত সেই ছবি থেকে বাদ পড়েছেন পূজা। তবে ঠিক কী কারণে তিনি বাদ পড়েছেন স্পষ্ট জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ীই নায়িকা বদল হয়েছে সম্প্রতি। দক্ষিণের অভিনেত্রী শ্রীলীলা নাকি পূজার জায়গা নিয়েছেন।
তিনিই হবেন মহেশ বাবুর নায়িকা। তবে কোনো মন কষাকষি বা অপ্রিয় ঘটনা এর নেপথ্যে নেই বলেই জানা যায়।
