বার্তাকক্ষ ,,ডেভেলপারদের অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) ফিচার চালুর ঘোষণা দিয়েছে গিটহাব। খবর টেকরাডার।
চলতি বছরের শেষ নাগাদ প্লাটফর্মটির ১০ কোটি ব্যবহারকারীকে এ নিরাপত্তা ফিচারের আওতায় আনা হবে। এর আগে অ্যাডমিনিস্ট্রেটর ও ডেভেলপারদের ছোট দলগুলোকে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টের নতুন এ পরিবর্তনের বিষয়ে জানাবে সফটওয়্যার ডেভেলপার প্লাটফর্মটি।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক ব্লগপোস্টে স্টাফ প্রডাক্ট ম্যানেজার হিরশ সিংগাল ও পণ্য বাজারজাত বিভাগের পরিচালক লরা পেইন বলেন, ‘গিটহাব নতুন রোলআউট প্রক্রিয়া ডিজাইন করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের অপ্রত্যাশিত বাধা ও অ্যাকাউন্ট লক হয়ে যাওয়া থেকে সুরক্ষিত রাখা হবে’। তারা আরো জানান, পর্যায়ক্রমে কাজের ভিত্তিতে ও কোড দেখে গ্রুপের মাধ্যমে ব্যবহারকারীদের টুএফএ চালুর কথা বলা হবে।
নিরাপত্তা ফিচারটি চালুর জন্য কোনো ব্যবহারকারী ইমেইল পাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত অ্যাকাউন্ট সেট করার সময় পাবে বলেও সূত্রে জানা গেছে। এ সময়ের মধ্যে যদি কেউ ফিচার চালু না করে তাহলে সেটি বন্ধ করে দেয়া হবে। টু-ফ্যাক্টর অথেটিকেশন চালু না করা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।
২০২২ সালের মে ও ডিসেম্বরে অ্যাকাউন্টে টুএফএ চালুর ঘোষণা দিয়েছিল গিটহাব। এছাড়া ব্যবহারকারীদের প্রস্তুত করতে টুএফএ নিরাপত্তা ফিচার কার্যকরের উপায় সংক্রান্ত গাইডলাইনও প্রকাশ করেছে। এমনকি টুএফএ যুক্ত ডিভাইস হারিয়ে গেলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পদ্ধতিও জানিয়েছে।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন মূলত দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। মূলত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে অন্য কেউ অ্যাকাউন্টে প্রবেশ করছে কিনা তা যাচাইয়ে এ পদ্ধতি চালু করা হয়েছে।