পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আয়েশা খাতুন (১৮) নামে এক নারীর। খুলনার পাইকগাছায় সোমবার সকাল ১১টার দিকে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন ভেদামারি মোড়ে এই ম’র্মা’ন্তিক সড়ক দু’র্ঘ’ট’না ঘটে। আহত সাদ্দাম হোসেন জানান, গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুরবাড়ি রাড়ুলী থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে প্রতাপকাটি গ্ৰামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌঁছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা (সাতক্ষীরা জ-০৪-০০৬১) বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আয়েশা। এসময় বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃ’ত্যু হয় আয়েশার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠিয়েছে ও ঘা’ত’ক বাসটি জব্দ করা হয়েছে বলে পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান।
