বার্তাকক্ষ
চট্টগ্রামের নন্দনকানন ডিসি হিল থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ‘বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের ওপর হামলা শুরু করেছে। চট্টগ্রামেও দলটি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা দলটির অপরাজনীতি ও নৈরাজ্য রাজপথেই রুখে দেবো।’
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের নন্দনকানন ডিসি হিল থেকে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে করা বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়নমূলক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। দলটির দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে সাধারণ মানুষকে নিয়ে আমাদের আজকের এ বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা।সমাবেশে আরও বক্তব্য দেন- গাজী মোহাম্মদ জাফরউল্লাহ, রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মনোয়ার আলম নোবেল, রেজাউল হক রুবেল প্রমুখ।
উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী ,সুজিত ঘোষ, এম এ আওয়াল, রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, নাছির উদ্দীন ফাহিম,পঙ্কজ রায়, মোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ারসহ আরও অনেকে।
