Friday, December 8, 2023
Homeরাজনীতিবিএনপি ছেড়ে এবার বিএনএমে শাহ জাফর, অংশ নেবেন নির্বাচনে

বিএনপি ছেড়ে এবার বিএনএমে শাহ জাফর, অংশ নেবেন নির্বাচনে

Published on

সাম্প্রতিক সংবাদ

যন্ত্রণার কথা জানালেন জোলি

প্রতিদিনের ডেস্ক জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন, ব্র্যাড...

এক কোটি ভালোবাসা

প্রতিদিনের ডেস্ক জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পেজের ফলোয়ার্স ১ কোটি ছাড়িয়েছে। তার পেজে চোখ রাখলে...

হাফ সেঞ্চুরি

প্রতিদিনের ডেস্ক টলিউড তথা বাংলা ভাষার সিনেমায় সফল জুটিগুলোর অন্যতম প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত।...

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

প্রতিদিনের ডেস্ক পরিচালক সন্দীপ রেড্ডি নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জোয়া চরিত্র রূপায়ণ করেছেন তৃপ্তি...

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করবেন বলেও জানিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি ১ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরিদপুর-১ আসনের জনসাধারণকে কোনো অরাজনৈতিক মানুষের হাতে ছেড়ে দিতে পারি না। আমি আমার এলাকার মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমার বয়সও প্রায় শেষ। এটাই আমার শেষ নির্বাচন। এটাই আমার শেষ রাজনীতি। আশাকরি ফরিদপুর-১ আসনের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
শাহ জাফর আরও বলেন, যখন জানতে পেরেছি আওয়ামী লীগের জন্য নিবেদিত ও পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না তখন আমি নির্বাচনে অংশ নিতে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মঙ্গলবার মনোনয়ন পত্র ক্রয় করবো এবং মনোনয়ন পত্র জমা দিবো। সে লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এসময় তিনি ফরিদপুর-১ আসনের জনসাধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
শাহ মোহাম্মদ আবু জাফর প্রথমে বাকশালে যোগ দিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবান সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৬ সালে বাকশালের জোট থেকে নৌকা প্রতীকে দ্বিতীয়বার ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
শাহ্ মোহাম্মদ আবু জাফর ২০০৩ সালে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেন। পরে তিনি ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শাহ মোহাম্মদ আবু জাফর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর বৃহত্তর ফরিদপুরের ডেপুটি কমান্ডার এবং কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

দল থেকে ভাগাতে নেতাকর্মীদের রিমান্ডে নির্যাতন করা হচ্ছে: রিজভী

প্রতিদিনের ডেস্ক দল থেকে ভাগাতে রাজপথের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে...

মুরগির বাচ্চাও বিএনপির টার্গেট: কাদের

প্রতিদিনের ডেস্ক বিএনপির নাশকতার মাত্রা আরও বিস্তৃত ও ভয়াবহ হতে পারে। মুরগির বাচ্চাও তাদের টার্গেট...

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো কথা হয়নি: চুন্নু

প্রতিদিনের ডেস্ক জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো...