‘বিগড়ে যাওয়া বাচ্চা’ সোনম

0
15

বার্তাকক্ষ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। অভিনয়ের শুরুর দিকের এক অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। ২০১০ সালে ‘আয়েশা’ ছবিতে তার অভিনয়ের কারণে সেই সময় অনেকেই নাকি অভিনেত্রীকে ‘বিগড়ে যাওয়া বাচ্চা’ বলে অভিহিত করেছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ কথা বলেন। সোনমের বোন রিয়া কাপুর ‘আয়েশা’ সিনেমার সহপ্রযোজনায় ছিলেন।

ছবিতে অল্পবয়সী, উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সোনম। যার জীবনধারা ছিল বেশ অভিজাত্যে ভরা। চরিত্রটি তার বন্ধুদের মধ্যে ম্যাচমেকারের ভূমিকা পালন করেছে। এক সাক্ষাৎকারে সোনমকে প্রশ্ন করা হয়েছিল, ভালো অভিনেতা হিসেবে তাকে কতটা বিবেচনা করা যায়।

সোনম বলেছিলেন, ‘দিল্লি-৬’ পর্যন্ত ছিল একটা অধ্যায়। পরে আমি ‘আয়েশা’ নামে ছবিতে কাজ করি। চরিত্রটা এমন ভাবে তুলে ধরেছিলাম, লোকেরা আসলেই ভাবতে শুরু করেছিল, আমি একজন ‘এনটাইটেল স্পয়েলড ব্র্যাট’। ২৩ বছর বয়সে বুঝে উঠতে পারিনি ওটা এক প্রকার প্রশংসা ছিল বটে।-খবর হিন্দুস্তান টাইমসের।