প্রতিদিনের ডেস্ক॥ এবার বিতর্কে জড়ালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’র স্টিকার লাগানো গাড়িতে চড়ে কালীপূজার অনুষ্ঠানে গিয়ে বিতর্কে পড়েছেন এই অভিনেত্রী। সমগ্র ঘটনার দায় উদ্যোক্তাদের ওপর চাপিয়েছেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আলেয়া ক্লাবের শ্যামাপূজা এ বছর ৫৫তম বর্ষে পা দিয়েছে। সে উপলক্ষে কয়েকদিন ধরেই নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গিয়েছিলেন অভিনেত্রী রচনা। মঞ্চে উঠে তিনি প্রায় ৬ থেকে ৭টি গানও করেন। দেখা যায়, অভিনেত্রীর সঙ্গে থাকা দু’টি গাড়িতেই লাল ইংরেজি অক্ষরে লেখা ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’। অভিযোগ, রচনা কোনো রকমের সরকারি পদে না থেকেও ওই গাড়িতে চড়ে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলার এই কালীপূজার অনুষ্ঠানে এসেছিলেন। ওই গাড়িটির ইন্স্যুুরেন্সও ছিল না।
এ নিয়েই বিতর্ক এখন তুঙ্গে। এ প্রসঙ্গে রচনা বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। উদ্যোক্তারা যে গাড়ি পাঠিয়েছেন তাতেই এসেছি। এদিকে অভিনেত্রীর এই মন্তব্যকে খারিজ করে নন্দকুমার আলেয়া ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত পাল্টা জবাব দিয়ে বলেন, অভিনেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ক্লাবের পক্ষ থেকে কোনো গাড়ি পাঠানো হয়নি তাকে। তবে বিষয়টি নিয়ে কোনো রকমের লিখিত অভিযোগ করা হয়নি থানায়।
