বার্তাকক্ষ
মিলি ববি ব্রাউন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল। মূলত নেটফ্লিক্সের মূল সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি খুব অল্প সময়ের মধ্যে পরিচিতি লাভ করেন। আমেরিকান বিখ্যাত গায়ক জন বন জোভির ছেলে জেক বোঙ্গিওভি মিলির সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন।
তিন বছরের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দানের জন্য এরই মধ্যে তারা তাদের ইনস্টাগ্রামে মঙ্গলবার (১১এপ্রিল) একটি কাপল ছবি পোস্ট করেছেন। এতে সবাইকে জানান দিয়ে লেখেন, খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসছেন এবং প্রতিটি ঋতুতেই তারা একসঙ্গে থাকতে চান।
এই জুটি তাদের মিলনকে স্মরণ করার জন্য একটি সৈকত-থিমযুক্ত ছবির সেশনে পোজ দিয়েছেন। মিলি ববি ব্রাউন একটি ক্রোশেট পোষাক পড়েছেন এবং জ্যাক একটি সাদা পোলো শার্টের সঙ্গে নিজেকে ম্যাচ করেছেন। মিলি তার আঙুলে পরা মোটা হীরার আংটিও দেখিয়েছেন।
এ জুটির ইনস্টাগ্রামের মাধ্যমেই প্রেম হয়। তাই এ সামাজিক যোগাযোগের মাধ্যমেই তারা তাদের বিয়ের খবর প্রকাশ করলেন। তাদের দুজনের বয়স এখন ১৯ বছর।
