বার্তাকক্ষ
সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে ভারী শিলাবৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সৌদি জেনারেল অথরিটি ফর মেটিওরোলজি। শিলাবৃষ্টির ঘটনা দেশটির ইতিহাসে খুবই বিরল। শুক্রবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা কিছু ভিডিওর মাধ্যমে দেখা যায় শিলাবৃষ্টির ফলে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আরব নিউজের। টুইটারে বিভিন্ন ব্যবহারকারী মদিনায় ফুটপাতে বরফ পড়ার এবং গাড়ির জানালা ভেঙে ফেলার ভিডিও শেয়ার করেছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, মদিনায় স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা কুড়িয়ে নিচ্ছেন। তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তাঁর পেছন থেকে আরেক বাসিন্দাও তাঁর হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন। এ শিলাবৃষ্টির ফলে সৌদির উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। গত বছরের শেষের দিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সৌদি আরবের একাংশ। বন্যা দেখা দিয়েছিল দেশটির পশ্চিমাঞ্চলে। কিন্তু সেই বৃষ্টির পর পরই বেগুনি ফুলে ছেয়ে যায় সৌদির মরুভূমি।
