নিজস্ব প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিল করে যোগদান করেছে যশোর-৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। জেলা আওয়ামী লীগের উদ্যােগে মঙ্গলবার বিকেলে যশোর ভৈরব চত্তরে ৭ নভেম্বর সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস ও বিএনপির আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী। সমাবেশ উপলক্ষে মণিরামপুর উপজেলা কৃষকলীগের ব্যানারে এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ আলী, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
