Sunday, May 28, 2023
Homeঅর্থনীতিবিশ্ববাসীকে বাঁচাতে বাজেট সহায়তা বাড়াতে হবে: আইএমএফ

বিশ্ববাসীকে বাঁচাতে বাজেট সহায়তা বাড়াতে হবে: আইএমএফ

Published on

সাম্প্রতিক সংবাদ

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরুক

অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার খবর পুরনো। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা...

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...

বার্তাকক্ষ
বৈশ্বিক অর্থনীতি মন্দার হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে দেশে দেশে বাজেট সহায়তা বাড়াতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।মঙ্গলবার (১১ অক্টোবর) ওয়াশিংটনে সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি এজেন্সির (এমআইজিএ) ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি অর্থনীতিবিদ জুনায়েদ কামাল আহমেদ।জুনায়েদ কামাল আহমেদ বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে অর্থনীতি মন্দায় ভুগছে বিশ্ব। এজন্য বিশ্বব্যাংক সদস্য দেশগুলোকে আরও বাজেট সহায়তা বাড়ানোর পাশাপাশি মানুষের কল্যাণ হয় এমন প্রকল্পে সরকারি অর্থ বাড়ানোর তাগিদ দিয়েছে আইএমএফ।তিনি আরও বলেন, এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি ২০২৩ সালে সংকট আরও বাড়তে পারে। ২০২৩ সালে বিশ্ব জিডিপি (মোট দেশজ উৎপাদন) কমে হবে ২ দশমিক ২ শতাংশ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিশ্ব প্রবৃদ্ধি কমলেও এখনো স্বস্তিতে আছে বলে মনে করেন জুনায়েদ কামাল আহমেদ।বিশ্ব অর্থনীতির যখন এ পূর্বাভাস তখন বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মনে করেন জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রশ্নে এখনো স্বস্তিতে আছে বাংলাদেশ। তবে, তা ধরে রাখতে সরকারকে আরও জনমুখী হতে হবে।আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাস জানান, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ২০২১ সালের ৬ শতাংশ থেকে কমে এবারে হবে ৩ দশমিক ২ শতাংশ। তবে ২০২৩ সাল হবে আরও কঠিন হবে। ধারাবাহিকভাবে কমে ২০২৩ সালে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ২ দশমিক ২ শতাংশে। এছাড়া করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন-যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়েছে বিশ্ববাণিজ্য।তিনি আরও জানান, হিসাব বলছে ২০২২ সালে সারাবিশ্বে জীবন-যাত্রার খরচ বেড়ে দাঁড়াবে ৮ দশমিক ৮ শতাংশে। ২০২৩ সালে তা কিছুটা কমে ৬ ঘরে এলেও উন্নত বিশ্বের দেশগুলোর প্রবৃদ্ধি কমবে। তার প্রভাবে চাপে থাকবে পুরো বিশ্ব অর্থনীতি।আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় আইএমএফ মনে করে— গেলো বছরের তুলনায় এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নেমে আসবে অর্ধেকে। জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে অস্থির পণ্য বাজারের জন্যেও খুব বেশি সুখকর নয়। সংস্থাটি বলছে— ২০২২ সালে বিশ্ব মূল্যস্ফীতি দাড়াঁবে প্রায় ৯ শতাংশে।ওয়াশিংটনের এবারের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি খাতে বিশ্বব্যাংকের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় বাজেট সহায়তা বাড়ানোও প্রস্তাব দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

৫০ বছরে পাচার হয়েছে ১১ লাখ ৯৩ হাজার কোটি টাকা

বার্তাকক্ষ বাংলাদেশে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৫০ বছরে কালো টাকা ও অর্থপাচারের পরিমাণ...

বিমায় ভর করে সূচকের বড় উত্থান, হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

বার্তাকক্ষ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ মে) শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে...

৫০ বছরে পাচার হয়েছে ১১ লাখ ৯৩ হাজার কোটি টাকা

বার্তাকক্ষ বাংলাদেশে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৫০ বছরে কালো টাকা ও অর্থপাচারের পরিমাণ...