বার্তাকক্ষ
হলিডে ইন, ক্রাউন প্লাজা, রিজেন্ট হোটেলের মতো ব্র্যান্ডের মালিকানা প্রতিষ্ঠান বা প্যারেন্ট কোম্পানি ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর টেকরাডার।
এক বিবৃতিতে আইএইচজি জানায়, হামলার ব্যাপারে তারা সতর্ক এবং তাদের সিস্টেমে অনধিকার প্রবেশের বিষয়টি তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি আরো জানায়, এ আক্রমণের ধরন ও প্রভাব সম্পর্কে তারা পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাবে।
ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের সব হোটেল স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। তবে রিজার্ভের জন্য সরাসরি যোগাযোগ করতে হবে। অর্থাৎ কোনো গ্রাহক যদি রুম বা অনুষ্ঠানের বুকিং দিতে চান তাহলে সরাসরি গিয়ে বা ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্তমানে বুকিং সিস্টেম ব্যবহার করা যাবে না।সাইবার হামলার মাধ্যমে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহক বা কর্মীদের ব্যক্তিগত কোনো তথ্য চুরি হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যান্য পরিষেবার মধ্যে আইএইচজির বুকিং চ্যানেলগুলো ৫ সেপ্টেম্বর থেকে অচল হয়ে যায়।
