Friday, December 8, 2023
Homeখেলাবিশ্রাম একটু বেশিই হয়ে গিয়েছিল: মাহমুদউল্লাহ

বিশ্রাম একটু বেশিই হয়ে গিয়েছিল: মাহমুদউল্লাহ

Published on

সাম্প্রতিক সংবাদ

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের ডেস্ক বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম...

কোলেস্টেরল বেড়েছে? এড়িয়ে চলবেন যেসব খাবার

প্রতিদিনের ডেস্ক জীবনযাপনে ব্যাপক অনিয়মের কারণেই মানুষের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ,...

নির্বাচন নির্বিঘ্নে করতে অস্ত্র উদ্ধার জরুরি

আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...

প্রতিদিনের ডেস্ক
জীবন কিভাবে মোড় নিতে পারে কেউ আগাম বলতে পারে না। পারে না বলেই হয়তো কেউ আশাহত হয়ে লড়াই ছেড়ে দেন। কেউ অক্লান্ত পরিশ্রম করে দৌড়ে টিকে থাকেন। ভাগ্য একদিন খুলবে এই আশাতেই বসবাস। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ দ্বিতীয় দলের লোক। হার না মানা মানসিকতায় বিশ্বাসে ভরপুর এক চরিত্র। জাতীয় দল থেকে তাকে যখন ‘বিশ্রাম’-এর আড়ালে বাদ দেওয়া হলো তখন থেকেই চুপচাপ তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর চন্ডিকা হাথুরুসিংহে নিজের প্রথম সিরিজে মাহমুদউল্লাহকে বাজিয়ে দেখেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে তার রান ৩১, ৩২ ও ৮। আহামরি খারাপ না করলেও দ্বিতীয় সিরিজেই মাহমুদউল্লাহ ‘ড্রপ’! আনুষ্ঠানিকভাবে ‘ড্রপ’ বলার সুযোগও নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে না রাখার কারণ হিসেবে নির্বাচকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্রামে পাঠানোর কথা বলা হয়েছিল। সেই বিশ্রাম এতোটোই লম্বা ছিল যে তাকে চারটি সিরিজে বাইরে থাকতে হয়। যার মধ্যে ছিল এশিয়া কাপও। কিন্তু দলের ভরাডুতিতে তার দুয়ারেই আবার ফিরতে হয় টিম ম্যানেজমেন্টকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ফিরে ৪৯ ও ২১ রানের দুটি ইনিংস খেলেন। তাতে খুলে যায় বিশ্বকাপের দরজা। যেখানে তার হাত ধরেই এলো চলতি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরি। টেস্ট থেকে মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন সেঞ্চুরির পর। নিয়মিত ওয়ানডে চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে চারটি সিরিজ বাইরে থাকা রীতিমতো কঠিন কাজ। নিজেও এমন বিশ্রাম প্রত্যাশা করেছিলেন কি না জানতে চাওয়া হয়েছিল। উত্তরে মাহমুদউল্লাহ সোজাসাপ্টা বলেছেন, ‘নাহ.. বিশ্রাম মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল (হাসি)…এটা তো আমার কন্ট্রোলে কিছু নেই। তাদের সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্ট যেটা দলের জন্য ভালো মনে করেছে, সেটা করেছেন। আমার যে কাজটা সততা দিয়ে করতে পারি, দ্যাট ইজ গুড এনাফ ফর মি। দলের জন্যও। এটাই সব সময় চেষ্টা ছিল ও থাকবে।’ তবে মাহমুদউল্লাহ সহজেই ছাড় দেবেন না। তারও অভিযোগ আছে। আছে কথা বলার। নিজের অবস্থান জানানোর, প্রতিক্রিয়া দেখানোর। জানালেন, আদর্শ সময়ে মুখ খুলবেন, ‘আমি এখন ওই সব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না যদিও আমার অনেক কিছু নিয়ে কথা বলার আছে। সম্ভবত এখন আদর্শ সময় নয় সেসব নিয়ে কথা বলার। আমি পরবর্তীতে আরো কিছু জানাব।’ পরে যখন জানতে চাওয়া হয় উপেক্ষিত থাকার যন্ত্রণা থেকে প্রতিবাদ হিসেবে উদযাপন করেছিলেন কি না সেটাও উড়িয়ে দেন দলের মান রাখা এই ক্রিকেটার, ‘কোন প্রতিবাদ ছিলো না। একশো হয়েছে। উদযাপন বিশেষ কিছু না। যদি জিততে পারতাম তাহলে আরও বুনো উদযাপন করতাম। চেষ্টা করবো সামনের ম্যাচে আরো বেশি অবদান রাখার।’

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বৃষ্টিতে ভেসে গেলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

প্রতিদিনের ডেস্ক ঢাকা টেস্টের প্রথম দিনে মাথায় মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন...

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

প্রতিদিনের ডেস্ক আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত...

স্কালোনির দল ছাড়তে চাওয়ার কারণ মেসি!

প্রতিদিনের ডেস্ক লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি। দুই লিওর যুগলবন্দী যেন আর্জেন্টিনার ফুটবলে বয়ে এনেছিল...