Friday, June 9, 2023
Homeআইটিবুদ্ধিমান নাগরিকের বৈশিষ্ট্য কী?

বুদ্ধিমান নাগরিকের বৈশিষ্ট্য কী?

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
বুদ্ধিমান নাগরিক বলতে কাদের বোঝায়? এর উত্তরে বলা যায়, যারা সব সময় সক্রিয়। এমনকি নিজেদের উন্নতির জন্য প্রযুক্তি ও ডেটা ব্যবহার করেন। তাদের দৈনন্দিন জীবন এবং তারা যেখানে বাস করেন; তা ডিজিটাল সরঞ্জাম এবং প্ল্যাটফর্ম ব্যবহারের সঙ্গে জড়িত। তারা সব সময় তথ্য সরবরাহ করেন। অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং নাগরিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বুদ্ধিমান নাগরিকের কিছু মূল বৈশিষ্ট্য আছে। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে—
প্রযুক্তিগত স্বাক্ষরতা
বুদ্ধিমান নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের ক্রিয়াকলাপ ও সিদ্ধান্ত জানাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন।
নাগরিক সম্পৃক্ততা
বুদ্ধিমান নাগরিকেরা সক্রিয়ভাবে তাদের সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকেন। স্থানীয় শাসন, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাধানে অংশগ্রহণ করেন।
সোশ্যাল নেটওয়ার্কিং
বুদ্ধিমান নাগরিকেরা যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়া এবং অন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
উদ্ভাবনী মনোভাব
বুদ্ধিমান নাগরিকেরা সৃজনশীলতা এবং উদ্ভাবনের জন্য প্রযুক্তি ব্যবহার করেন। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার অভিনব উপায় খুঁজে বের করেন।
বুদ্ধিমান নাগরিকদের উদ্যোগের কিছু উদাহরণের মধ্যে উল্লেখযোগ্য—
ওপেন ডেটা প্ল্যাটফর্ম
অনেক দেশ এবং সরকার এখন ওপেন ডেটা প্ল্যাটফর্ম দিচ্ছে। নাগরিকদের বিভিন্ন উদ্দেশ্যে পাবলিক ডেটা অ্যাকসেস এবং ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে। যেমন- অপরাধ ট্র্যাকিং, পরিসংখ্যান ও নিরীক্ষণ এবং বায়ুর গুণমান বের করা।
কমিউনিটি ম্যাপিং
বুদ্ধিমান নাগরিকেরা কমিউনিটি ম্যাপিংয়ের পুরো মানচিত্র তৈরি করতে ডিজিটাল ম্যাপিং টুল ব্যবহার করছেন। যা দিয়ে পরিকল্পনা করে একটি সম্প্রদায়কে উন্নয়নের উদ্দেশে ব্যবহার করা যেতে পারে।
ক্রাউডসোর্সিং
বুদ্ধিমান নাগরিকেরা ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেটা এবং ইনপুট সংগ্রহ করছেন। যা বিভিন্ন ভাবে নগর পরিকল্পনা, পাবলিক পলিসি এবং দুর্যোগ মোকাবিলা করতে ব্যবহার করছেন।
তাই আমাদের সম্প্রদায়কে আরও বেশি উপযুক্ত এবং প্রগতিশীল করে তুলতে টুলসগুলো ব্যবহার করতে পারি। টুলসগুলোর মাধ্যমে এবং একসঙ্গে কাজ করে নিজেদের আরও ক্ষমতায়িত করতে পারি। মজবুত, উদ্ভাবনী এবং অর্ন্তভুক্তিমূলক সমাজ গঠন করতে পারি।
লেখক: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইএমবিএ, ২৯তম ব্যাচ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো

বার্তাকক্ষ দৈনন্দিন নানা কাজের পাশাপাশি পেশাদার কাজের ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাপটপের ব্যবহার বেড়েছে। গ্রাহকদের কাজের ধরন...

নতুন ক্রেতা টানতে অ্যাপলের ম্যাকবুক এয়ার

বার্তাকক্ষ ল্যাপটপের প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য ৩৮ সেন্টিমিটার ম্যাকবুক উন্মুক্ত করেছে অ্যাপল।...

জার্মানিতে কারখানা স্থাপন করছে টিএসএমসি

বার্তাকক্ষ ইউরোপ তথা জার্মানিতে প্রথম কারখানা স্থাপনে আশাবাদী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। সম্প্রতি দেয়া...