বুবলীর স্পেশাল ঈদ

0
12

বার্তাকক্ষ
চলতি সময় চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। তার অভিনীত ছবিগুলো মুক্তির আগে রয়েছে আলোচনায়ও। এখন তার হাতে রয়েছে বেশকিছু ছবি। এরমধ্যে বুবলীর বেশকিছু ছবি ঈদে মুক্তির কথা রয়েছে। সেটা হলে এবারের ঈদটা বুবলীর জন্য হতে যাচ্ছে স্পেশাল। বুবলী অনেক আগেই শেষ করেছেন তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’-এর কাজ। এ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। অন্যদিকে ‘প্রহেলিকা’- সিনেমায় বুবলীকে দেখা যাবে মাহফুজ আহমেদের বিপরীতে। এরইমধ্যে ছবির গান ‘মেঘের নৌকা’- বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এ ছাড়া বুবলী অভিনীত আরও কিছু সিনেমা ঈদে মুক্তি পেতে পারে। এরমধ্যে রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘চাদর’। এটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। বুবলী অভিনীত আরেকটি ছবি হলো ‘মায়া: দ্য লাভ’। এটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। ঈদ প্রসঙ্গে বুবলী বলেন, সত্যি বলতে এবারের ঈদটি আমার জন্য স্পেশালই হতে যাচ্ছে। কারণ আমার বেশকিছু ছবি এ ঈদে মুক্তির কথা রয়েছে। প্রতিটি ছবির গল্প, চরিত্র একেবারেই আলাদা। আমি নিজেও এ ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী। নিজের সেরাটাই এ ছবিগুলোতে দেয়ার চেষ্টা ছিল। এখন দর্শক দেখে বিচার করবেন কেমন করেছি।