বার্তাকক্ষ
যাচ্ছেতাই বোলিং মোস্তাফিজুর রহমানের। এমনই মার খেলেন, তাকে দিয়ে পুরো ৪ ওভারের কোটা পূরণ করার সাহস পেলেন না দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।৩ ওভারে মোস্তাফিজ পেলেন না উইকেটের দেখা। দিলেন ৪১ রান। মানে ওভারপ্রতি খরচ ১৩.৬৬! টাইগার পেসারের এমন বাজে বোলিংয়ের দিনে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে দিল্লিকে করতে হবে ১৭৫।
বেঙ্গালুরুর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। আরও একবার বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসি ভালো সূচনা এনে দেন বেঙ্গালুরুকে। ২৮ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪২ রান। ১৬ বলে ২২ করে আউট হন ডু প্লেসি।
তবে বিরাট কোহলি তুলে নেন দারুণ এক হাফসেঞ্চুরি। ৩৪ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫০ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর মহিপাল লমরর ১৮ বলে ২৬ আর গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৪ রানের দুটি ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দিয়ে যান। শেষদিকে শাহবাজ আহমেদ ১২ বলে করেন অপরাজিত ২০।
দিল্লির মিচেল মার্শ আর কুলদ্বীপ যাদব নেন দুটি করে উইকেট।
