বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানা থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৩০ পিস স্বর্নের বারসহ আশিকুর নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত আশিকুর রহমান পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল বাহিনী নিয়ে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আশিকুর রহমানের বাজারের ব্যাগ তল্লাশি করে তাতে ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.৪৯৮ কেজি। ওই স্বর্ণ পাচারকারী শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬৩১ টাকা। তার নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১০ জন আসামিসহ সর্বমোট ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ১২ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা।