প্রতিদিনের ডেস্ক
কয়েক মাসের প্রেমের পরেই প্রিয়াংকা চোপড়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হলিউডের পপ-তারকা নিক জোনাস। নিকের বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ঝটিকা প্রেমের পর সাজানো-গোছানো বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের পাঁচ বছর হতে চললো। চলতি বছরে পঞ্চম বিবাহবার্ষিকী পালন করবেন তারা। এখন তাদের সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস।
গত বছর সারোগেসির মাধ্যমে মা-বাবা হন প্রিয়াংকা ও নিক। এদিকে, ডায়াবেটিসের মতো রোগে ভোগেন নিক। পপ তারকা হিসেবে তার জীবনযাপনের কারণে অনেক সময় শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তেমন সময়ে নাকি ধারাবাহিকভাবে তার পাশে থাকেন স্ত্রী প্রিয়াংকাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জানান, তিনি নিজে ডায়াবেটিসে ভোগেন বলে তার রক্তে শর্করার পরিমাণ সম্পর্কে নাকি সব সময় সচেতন থাকেন স্ত্রী প্রিয়াংকা। নিক বলেন, আমি এক সময় আমার ভাইদের এই অ্যালার্ট পাঠিয়ে রাখতাম। আমরা যখন অনুষ্ঠানের সময় মঞ্চে উঠি, তখন একটি অ্যাপের মাধ্যমে ওদের সব তথ্য পাঠিয়ে রাখি আমি। এখন প্রিয়াংকার সঙ্গেও আমি তেমনই করি।
আর সে ভীষণ সাহায্য করে আমাকে এই সবকিছুতে। এদিকে নিকের ব্যাপারে সম্প্রতি প্রিয়াংকা বলেন, আমি কিছু বিষয়ে বেপরোয়া হতে পছন্দ করি। যেমন নিকের প্রেমের ক্ষেত্রে আমি বেপরোয়া। তার চেয়ে কোনোকিছুই আমার কাছে বেশি নয়। এদিকে আগস্ট মাস থেকে ‘দ্য ট্যুর’-এ বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করছেন ৩ জোনাস ভাই। প্রায় সব অনুষ্ঠানেই উপস্থিত থেকেছেন প্রিয়াংকা।