প্রতিদিনের ডেস্ক॥ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতারা বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সূচনা বক্তব্য দিয়েছেন।বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস করছে। অগ্নিসংযোগে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
জনগণকে এই আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, প্রায় তিন মাস পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হচ্ছে। চলতি বছরের গত ১২ আগস্ট সর্বশেষ বৈঠক হয়। এবারের বৈঠকে নির্বাচন পরিচালনার জন্য নানান উপ-কমিটি গঠন, বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হবে।
