Saturday, September 23, 2023
Homeআইটিব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা প্রথম মার্কিন রাজ্য মন্টানা

ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা প্রথম মার্কিন রাজ্য মন্টানা

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
যুক্তরাষ্ট্রে নতুন বাধার মুখে পড়ছে চীনা মালিকাধীন মিডিয়া জায়ান্ট টিকটক। মন্টানা দেশটির প্রথম মার্কিন রাজ্য যেখানে ব্যক্তিগত ডিভাইসে ভিডিও অ্যাপটি নিষিদ্ধ হয়েছে। খবর বিবিসি।
গতকাল বুধবার (১৮ মে) রাজ্যের গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম বলছে, এ নিষেধাজ্ঞার মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন হবে।চীন সরকারের কাছে তথ্য হস্তান্তর হতে পারে এমন উদ্বেগের কারণে সম্প্রতি বিশ্বজুড়ে তদন্তের আওতায় এসেছে টিকটক।
রিপাবলিকান গভর্নর জিয়ানফোর্ট নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেচিলেন, এটি চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার বাসিন্দাদের রক্ষার জন্য অগ্রাধিকারমূলক সিদ্ধান্ত।এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে যেতে পারে টিকটক। তারা এরই মধ্যে রাজ্যের বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছে, মন্টানা ও অন্যান্য অঞ্চলে ব্যবহারকারীদের অধিকার রক্ষায় কাজ করছে তারা।
গত এপ্রিলে মন্টানার আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধকরণ বিল পাস করেন। এর মাধ্যমে অ্যাপ স্টোরে টিকটক বেআইনি হয়ে যাবে। তবে যারা এরই মধ্যে ডাউনলোড করেছেন, তারা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না।রাজ্যটির জনসংখ্যা ১০ লাখের বেশি। এর আগে গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করা হয়।
টিকটকের দেয়া তথ্য অনুসারে, ১৫ কোটি মার্কিন নাগরিক অ্যাপটি ব্যবহার করে। এটি কিশোর ও তরুণদের মাঝে সবচেয়ে জনপ্রিয়। তবে মার্কিন রাজনৈতিক মহলে এই প্লাটফর্মকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
টিকটকের ব্যবহারজনিত আইন ভাঙলে মন্টানায় সংস্থাগুলোকে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুণতে হবে। তবে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, অ্যাপল বা গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের অনুমতি দিতে পারবে না।
গত মার্চের শুরুতে মার্কিন সরকার বলেছিল, মূল কোম্পানি বাইটড্যান্সকে হয় টিকটক বিক্রি করতে হবে, নয়তো সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তবে বাইটড্যান্স বরাবরই চীন সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়টি অস্বীকার করে আসছে

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বর সামাজিক মাধ্যম

প্রতিদিনের ডেস্ক বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা...

‘এলিয়েনে’র শরীর পরীক্ষা করে যা পাওয়া গেল

প্রতিদিনের ডেস্ক এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর...

স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

প্রতিদিনের ডেস্কস্মার্ট বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং সফটওয়্যারের ওপর...