Tuesday, September 26, 2023
Homeআন্তর্জাতিকব্রিটেনজুড়ে ব্ল্যাকআউট আতঙ্ক

ব্রিটেনজুড়ে ব্ল্যাকআউট আতঙ্ক

Published on

সাম্প্রতিক সংবাদ

সংখ্যালঘু কমিশন এবার বাস্তবায়ন হোক

বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অবৈধভাবে ভূমি দখল ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার...

এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

প্রতিদিনের ডেস্ক পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ...

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দূর্গাপূজার প্রতিমা

নিজস্ব প্রতিবেদক আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।...

‘কোনো কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো’

প্রতিদিনের ডেস্ক ২০১০ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে আরও একবার...

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
আসছে শীতে ব্রিটেন ব্ল্যাকআউটের কবলে পড়তে পারে বলে শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে জনসাধারণ যেন শীতের সময়টায় তাদের গৃহস্থালী গ্যাস-বিদ্যুতের ব্যবহার কম ক‌রেন, সেজন্য একটি পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন চালুর বিষয়ে মন্ত্রীরা আলোচনা করছেন বলে ‌জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বি‌বি‌সি।
বাণিজ্য বিভাগ, জ্বালানি কোম্পানি এবং নেটওয়ার্ক অপারেটর ন্যাশনাল গ্রিডের মধ্যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে পরিবারগুলো তাদের থার্মোস্ট্যাটগুলো বন্ধ করে দিতে এবং রাতের বেলা ও মাঝে মাঝে গ্যাস বিদ্যুতের চাহিদা কম থাকে সেসময় ডিশওয়াশার-ওয়াশিং মেশিন ব্যবহার করতে উৎসাহিত করা হতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, কর্মকর্তারা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে পরিচালিত একটি সার্ভিসের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন যা ভোক্তাদের বিদ্যুৎ চলে গেলে একটি টেক্সট, ফোন কল বা ইমেলের মাধ্যমে সতর্ক করতে ব্যবহার হয়। বিদ্যুৎ ব্যবহার কমানো নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সেবাটি কীভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। যখন কোনও ত্রুটি বা বিভ্রাট শনাক্ত হয়, তখন এই সিস্টেমটি গ্রাহকদের অবহিত করে এবং নিশ্চিত করে যে কখন বিদ্যুৎ পুনরায় সরবরাহ হবে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, জনসাধারণের বাড়িতে গ্যাস বিদ্যুতের সরবরাহ কোনও অবস্থাতেই ব্যাহত না হয়, এ বিষয়ে সরকারি কর্মকর্তারা এবং শিল্প কারখানার নির্বাহীরা ব্ল্যাকআউট এড়াতে বদ্ধপরিকর। তাই একটি পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন অর্থাৎ জনগণকে উৎসাহিত করার মাধ্যমে শীতকালে জ্বালানি শক্তি সরবরাহের ওপর চাপ কমাতে সহায়তা করবে। মন্ত্রীরা এখন পর্যন্ত ভোক্তাদের তাদের শক্তির ব্যবহার কমানোর আহ্বান প্রত্যাখ্যান করলেও, তারা বলছেন গ্যাস ও বিদ্যুতের ব্যবহার ‘যে কারও ব্যক্তিগত সিদ্ধান্ত’। এনার্জি নিয়ন্ত্রক সংস্থা অফগেম বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন শীতে গ্যাসের ঘাটতির একটি ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ রয়েছে। কারণ শীতের আগেই ইউরোপে গ্যাসের মজুদ উল্লেখ্যযোগ্যভাবে কমে গেছে। সরকারি বিশ্লেষণে দেখা গেছে, ব্রিটেনে গ্যাসের ঘাটতি থাকলে এবং শীতে আবহাওয়া গুরুতর হলে জানুয়ারিতে চার দিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। যদিও ইউরোপীয় দেশগুলো গ্যাস স্টোরেজ সুবিধা পূরণ করতে এবং ব্যবহার কমানোয় বেশ অগ্রগতি করেছে, তবে আগামী বছরের মধ্যে সরবরাহ এবং উচ্চ মূল্য নিয়ে উদ্বেগ রয়েই গেছে। গত সপ্তাহে, বাল্টিক সাগরের নীচে নর্ড স্ট্রিম রাশিয়ান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে মস্কোরই হাত রয়েছে বলে অভিযোগ ইইউ’র। ইউরোপীয় সরকারপ্রধানরা জার্মানির কিছু অংশে গরম পানির ব্যবহার নিষিদ্ধ এবং গরম পোশাক পরাসহ খরচ কমাতে ভোক্তাদের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করছে ফ্রান্স। বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ, দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির জন্য দুটি গ্যাস রফতানিকারক দেশ, কাতার এবং নরওয়ের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করছেন। এর ফলে যুক্তরাজ্যকে এক দশকেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণে গ্যাস কিনতে প্রতিশ্রুতিবদ্ধ করবে। এদিকে আগামী শীতে তাদের কয়লাভিত্তিক কার্যক্রমকে স্ট্যান্ডবাই রাখার জন্য ড্র্যাক্স এবং ইডিএফসহ পাওয়ার জেনারেটরগুলোর সঙ্গে সরকার চুক্তি স্বাক্ষর করেছে। লন্ড‌নের ক্রয়োডন এলাকার হো‌টেল ব‌্যবসায়ী রাজা খান শুক্রবার বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, শেষ পর্যন্ত শ‌ী‌তে য‌দি ব্রিটেন ব্ল‌্যাকআউ‌টের কব‌লে প‌ড়ে, তাহ‌লে জনদু‌র্ভো‌গের পাশাপা‌শি ক‌রোনা ও মুদ্রাস্ফী‌তিতে আক্রান্ত ব্রিটে‌নের ব‌্যবসা বা‌ণিজ‌্য চরম ক্ষ‌তির সম্মুখীন হ‌বে। সরকা‌রের উচিত আগে থে‌কে প‌রি‌স্থি‌তি মোকাবিলা করা।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রতিদিনের ডেস্ক রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে...

নাগারনো-কারাবাখ ছেড়ে চলে যাবে ১ লাখ ২০ হাজার আর্মেনীয়

প্রতিদিনের ডেস্ক নাগারনো-কারাবাখ ছেড়ে এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় আর্মেনিয়ায় চলে যাবে। কারণ তারা...

‘এলপিজির দাম বেশি নিলে ডিলারদের লাইসেন্স বাতিল’

প্রতিদিনের ডেস্ক সরকার নির্ধারিত দামের চেয়ে তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেশি নিলে প্রয়োজনে ডিলারদের...