Sunday, May 28, 2023
Homeআজকের পত্রিকাভবদহে সমবায়ভিত্তিক মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ

ভবদহে সমবায়ভিত্তিক মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ

Published on

সাম্প্রতিক সংবাদ

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরুক

অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার খবর পুরনো। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা...

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...

উৎপল বিশ্বাস, নেহালপুর (মনিরামপুর)

যশোরের মণিরামপুরে ভবদহ এলাকার বিল কপালিয়ায় সমবায় ভিত্তিক মৎস্য খামারের বেড়িবাঁধ কেটে জনৈক ব্যক্তির দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিবাদ করায় সমিতির কয়েকজন সদস্যকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে রাতের অন্ধকারে ঘেরে বিষ প্রয়োগ করায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসাইন জানান, নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাস ২০১৬ সালে ভবদহের বিল কপালিয়ায় বিভিন্ন কৃষকের কাছ থেকে ১২০ বিঘা জমি লিজ নিয়ে তিন বছরের জন্য ঘের নির্মাণ করে মৎস্য চাষ করে আসছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে তিন বছরের চুক্তি থাকলেও পবিত্র বিশ্বাস প্রভাব বিস্তার করে জোরপূর্বক আরো প্রায় তিন বছর চাষ করে করেন। তার ওপর সঠিকভাবে লিজের টাকা পরিশোধ না করায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে নেহালপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক হোসাইনের অনুমতিক্রমে বিল কপালিয়ার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে ১১৫ জন কৃষক তাদের জমি সমবায় ভিত্তিক মৎস্য চাষ শুরু করেন। ইতিমধ্যে ওই ঘেরে প্রায় দুই লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়েছে।
পাঁচাকড়ি নমশুদ্রপাড়া ফসল ও মৎস্য চাষ সমবায় সমিতির সভাপতি ও মশিয়াহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে মৎস্য খামারের বেড়িবাঁধ পুনর্নিমাণ কাজ শুরু করলে পবিত্র বিশ্বাস ও তার লোকজন এসে শ্রমিকদের বেধড়ক মারপিট করে বেড়িবাঁধের তিন স্থান কেটে দিয়ে দখলের চেষ্টা চালায়। এ সময় সমিতির সদস্যসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা চলে যায়। এ ঘটনায় সমবায় সমিতির পক্ষ থেকে পবিত্র বিশ্বাস, চিত্ত বিশ্বাস, সুভাষ, পরিতোষসহ বেশ কয়েকজনের নাম উল্লেখসহ থানায় লিখিত অভিযোগ করা হয়। ফলে এসআই প্রসেনজিত মন্ডল সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে উভয়পক্ষকে বুধবার সন্ধ্যার থানায় তলব করেন। সমবায় সমিতির লোকজন থানায় হাজির হলেও পবিত্র বিশ্বাস হাজির হননি।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গেলে সমিতির সাধারান সম্পাদক সুজন বিশ্বাস অভিযোগ করেন, থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে পবিত্র বিশ্বাস ও তার লোকজন বুধবার রাতে ওই মৎস্য খামারে বিষ প্রয়োগ করেন। ফলে লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। এসব অভিযোগ অস্বীকার করে পবিত্র বিশ্বাস জানান, নতুন করে আরো পাঁচ বছরের জন্য ৬৩ জন কৃষকের কাছ খেকে ১২০ বিঘা জমি তিনি লিজ নিয়েছেন। এক প্রশ্নের জবাবে পবিত্র বিশ্বাস জানান, পুলিশের প্রতি আস্থা না থাকায় মঙ্গলবার তিনি থানায় হাজির হননি।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন জানান, পবিত্র বিশ্বাস লোকে সুবিধার নয়। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করা সহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই প্রসেনজিত মন্ডল জানান, আইন অমান্য করায় পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য ইতিপূর্বে টেকা নদীর তীর থেকে ছিন্নমুল বেশ কয়েকটি পরিবারকে উচ্ছেদ করে পবিত্র বিশ্বাস ও তার লোকজন সরকারি জমি দখল করেন। এ ব্যাপারে পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নড়াইল পৌরসভায় সাড়ে ৩ কোটি টাকার ‘দুর্নীতি’

নড়াইল সংবাদদাতা : নড়াইল পৌরসভার মেয়র, সচিব, প্রধান সহকারীসহ কয়েকজনের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা...

মোল্লাহাটে ইদুর মারা ঔষধ খেয়ে শিশু নিহত

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইদুর মারার বিষ মিশ্রিত চালভাজা খেয়ে আসমা...

যশোর এম এম কলেজে অর্থনীতি বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগে বৃহস্পতিবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের...