ভরসা দিলেন দীপিকা

0
12

বার্তাকক্ষ ,,রাজ্য জয় করতে দীর্ঘদিন পর রাজার আগমন এবং সকল বাধা উপেক্ষা করে রাজ্য দখল করে নিজের সাম্রাজ্যকে জানান দেয়া একজন সফল রাজার বৈশিষ্ট্য বলা চলে। ঠিক তেমনই ৪ বছর পর ‘পাঠান’ সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। আর ফিরেই আলোড়ন সৃষ্টি করেন বিশ্বজুড়ে। আয় করে নেন হাজার কোটি টাকার উপরে। এবার তাকে ভরসা দিলেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের উদ্দেশে তিনি বলেন, মানুষের ভালোবাসাই সুদে-আসলে ফিরছে। ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়। সিনেমাটি মুক্তির আগে তেমন প্রচার করেনি যশরাজ ফিল্মস। প্রচার বলতে শুধু টুইটারে শাহরুখের ‘আস্ক এসআরকে’ সেশন। তাতেই গ্যালারির বাইরে ছক্কা হাঁকিয়েছে এ ছবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়। আমি শাহরুখ, গৌরীকে এ কথাই বলেছিলাম, এই সাফল্যের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের ভালোবাসাই সুদে-আসলে ফিরে এসেছে। অভিনেত্রীর মতে, এ প্রার্থনার পেছনে কোনো যুক্তি নেই। শুধু ভালোবাসা আছে। এমন একজন মানুষের প্রতি ভালোবাসা, যিনি আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতির অন্যতম অংশ। একটা ছবি সফল হতে গেলে তার সঙ্গে যারা যুক্ত আছেন-তাদের সবাইকে মন থেকে সেই ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে হয়। ‘পাঠান’-এর ক্ষেত্রে আমরা সবাই মন থেকে তাই চেয়েছিলাম।