Saturday, September 23, 2023
Homeআইন আদালতভাঙচুরের ঘটনায় মামলা বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ, সুপ্রিম কোর্টে উত্তেজনা

ভাঙচুরের ঘটনায় মামলা বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ, সুপ্রিম কোর্টে উত্তেজনা

Published on

সাম্প্রতিক সংবাদ

পোলিশ জনগণকে অপমান না করতে জেলেনস্কিকে পোল্যান্ডের হুঁশিয়ারি

প্রতিদিনের ডেস্কপোল্যান্ডের জনগণকে ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী...

এশিয়ার যেসব ধনী একের পর এক হোটেল খুলছেন সিঙ্গাপুরে

প্রতিদিনের ডেস্ক সিঙ্গাপুরের ভ্রমণ খাত ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর সেই খবর বিশ্বের সবচেয়ে ধনী হোটেল...

আপনি কি সিঙ্গেল? তাহলে নিজের মতো করে উপভোগ করুন আজকের দিনটি

প্রতিদিনের ডেস্ক আজ ২৩ সেপ্টেম্বর, বিশ্ব সিঙ্গেল দিবস। কারেন রিড নামক এক ব্যক্তি দিনটির প্রচলন...

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

বার্তাকক্ষ
‘ভোট ডাকাতি ও আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে’ সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বার ভবন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে মেইন রোডে যান। মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ ময়দানের সামনে দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের গেট হয়ে আবার সুপ্রিম কোর্টে প্রবেশ করেন। এসময় আইনজীবীরা ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আজ তারা সারাদেশের মতো সুপ্রিম কোর্টেও ভোট ডাকাতি শুরু করেছেন। ভোট ডাকাতির বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা সংগ্রাম শুরু করেছি। পিছপা হবো না।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ বলেন, ‘মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে আমি বিক্ষোভ প্রতিবাদ সভায় অংশ নিয়েছি। মামলা, ভাঙচুর, চুরি যা কিছু হয়েছে- আওয়ামী লীগের স্বভাব নিজেরা করে অন্যের ওপর দোষ চাপানো। যেহেতু আমি একটি নির্বাচন করাতে যাচ্ছি, তাই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘কোনো মামলা দিয়ে, পুলিশ দিয়ে সুপ্রিম কোর্টের আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা মামলা খেয়েছি ছাত্রজীবনে। আপনারা মামলা করিয়েছেন আমাদের টাকায় যারা বেতন পায় তাদের দিয়ে। সাহস থাকলে নিজেরা বাদী হয়ে মামলা করেন। আপনাদের মিথ্যা মামলা আইনজীবীদের ঐক্যবদ্ধ করেছে। সুপ্রিম কোর্ট বারের এ অবৈধ দখলদারদের আইনজীবীরা উচ্ছেদ করবে।’
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল প্রধান বিচারপতির দৃষ্ট আকর্ষণ করে বলেন, ‘আমরা আইনজীবীরা আপনাকে অভিভাবক মনে করি। আপনি দয়া করে হস্তক্ষেপ করুন। আইনজীবীদের রক্ষা করুন।’
তিনি বলেন, ‘বর্তমান অরাজক-অস্থিতিশীল পরিবেশ দেশের সর্বোচ্চ আদালতে চলতে পারে না। তাই দেশের স্বার্থে এবং আইনজীবীদের স্বার্থে, আইনের শাসন কায়েমের লক্ষ্যে আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘পুলিশ দিয়ে সরকার ক্ষমতা দখল করে আছে। সুপ্রিম কোর্ট বারও পুলিশ দিয়ে দখলে রাখার চেষ্টা করা হচ্ছে। আইনজীবীদের আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। আমরা এ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।’
এসময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ও সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল, এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।
বিক্ষোভে অন্যদের মধ্যে আইনজীবী মোহাম্মদ আলী, মো. আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু, মো. শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো. তাজরুল হোসেন, কে আর খান পাঠান, রেজাউল করিম, মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো. কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মো. মাহবুবুর রহমান খান, মো. জহিরুল ইসলাম সুমন, মো. মাকসুদ উল্লাহ প্রমুখ অংশ নেন।
এদিন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের কারণে আদালত অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে সংঘাত এড়াতে আদালত এলাকায় চার প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

আত্মসমর্পণ করে জামিন নিলেন আইডিয়ালের মুশতাক

প্রতিদিনের ডেস্ক॥ কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুলের...

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও...

ফুল দিয়ে নতুন প্রধান বিচারপতিকে তদন্ত সংস্থার শুভেচ্ছা

প্রতিদিনের ডেস্ক॥ নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে...