বার্তাকক্ষ
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসের একটু বেশি সময় হাতে রয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়নি। প্রাথমিক খসড়া সূচি প্রকাশ করা হয়েছে, কিন্তু আহমেদাবাদে ভারতের সঙ্গে খেলা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। শুধু এই ম্যাচই নয়, ভারতে বিশ্বকাপ খেলা সম্পর্কিত সব দিক মূল্যায়ন করছে দেশটির সরকার।
গত মাসে সাংহাই কোঅপারেশন অরগানাইজেসনের বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় যান পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো-জারদারি। ৯ বছরে প্রথম ঊর্ধ্বতন পাকিস্তানি নেতা হিসেবে দেশটি সফর করেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেছেন, ওই বৈঠকে পাকিস্তানের মতাদর্শ ছিল খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়।
বৃহস্পতিবার ইসলামাবাদে বেলুচ বলেছেন, ‘ভারতের পাকিস্তানে ক্রিকেট না খেলার নীতি হতাশাজনক। পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা পরিস্থিতিসহ বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ সম্পর্কিত সবদিক আমরা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি। আমরা যথাসময়ে আমাদের মতামত পিসিবিকে জানাবো।’
বিশ্বকাপের আগে এশিয়া কাপ পাকিস্তানে খেলার কথা ছিল। কিন্তু ভারত আপত্তি জানায়। তাতে পাকিস্তান ভারতে বিশ্বকাপ না খেলার হুমকি দেয়। পরে তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হচ্ছে এই টুর্নামেন্ট। চারটি ম্যাচ হবে পাকিস্তানে এবং বাকিগুলো শ্রীলঙ্কায়।
