বার্তাকক্ষ
প্রতি ম্যাচেই ভিনিসিউস জুনিয়র নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তার সঙ্গে আক্রমণভাগে দুর্দান্ত ফেডেরিকো ভালভার্দে। দুজনের নৈপুণ্যে গত বছর ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালেও আল হিলালের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে জোড়া গোল করেছেন দুজন। ম্যাচ শেষে তাদের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি কোচ কার্লো আনচেলত্তি। রাবাতে ১৩তম মিনিটে গোলমুখ খোলেন ভিনিসিউস। এরপর ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন। মোসা মারেগা আল হিলালের হয়ে একটি গোল শোধ দিলেও করিম বেনজেমা ও ভালভার্দে স্কোর ৪-১ করেন। ভিনিসিউস পঞ্চম গোল করেন, এর আগেপরে লুসিয়ানো ভিয়েত্তো ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘ভিনি উন্নতি করছে। গত বছরের শুরুতে এটা শুরু হয়েছিল। একইভাবে দলেরও উন্নতি হচ্ছে, চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা তাকে নিয়ে খুব সুখী, তার চেয়েও বড় কথা কারণ সে উন্নতি অব্যাহত রেখেছে। সে অনেক ছাপ রাখছে, গোল করছে, প্রতি খেলায় সে পার্থক্য গড়ছে।’ গত রোববার মায়োর্কার মাঠে লা লিগায় ১-০ গোলে রিয়ালের হারের ম্যাচে প্রতিপক্ষ ভক্তের বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিউস। এর আগেও কয়েকবার একই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তা তার ফর্মে প্রভাব ফেলছে মানতে নারাজ আনচেলত্তি, ‘ভিনিসিউসের মতো আমাদেরও একই অবস্থা, মায়োর্কার কাছে হারে কষ্ট পেয়েছিলাম। কিন্তু এই টুর্নামেন্টের প্রস্তুতি ভালোভাবে নেওয়ায় মনোযোগ ছিল। ভিনিসিউস বুধবার খেলবে না (লা লিগায় এলচের বিপক্ষে), কারণ সে নিষিদ্ধ। তাকে কয়েকদিন বিশ্রাম দেবো। আমি মনে করি সেটা তার জন্য ভালো হবে, কারণটা কিন্তু সে ক্লান্ত বলে নয়।’ এই ম্যাচে ভালভার্দে জোড়া গোল করেছেন। তাতে এই মৌসুমে সব মিলিয়ে তার গোল ১১টি। তার গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে না গেলে অবসর নিতেন বলে বাজি ধরেছিলেন আনচেলত্তি, ‘আমাকে আমার কোচিং লাইসেন্স ছিঁড়ে ফেলতে হচ্ছে না। ফেডেরিকো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সে ফিরলো। গোলও করলো দুটি। সে যে প্রাণশক্তি নিয়ে মাঠে নামে, সেটা অনেক বড় এবং উইংয়ে ভিনিসিউস, তারা আক্রমণে আমাদের অনেক কিছু দেয়।’