বার্তাকক্ষ
ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিভিন্ন উপহারসহ স্মার্টফোন বিক্রি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর অংশ হিসেবে এবার ভি২৭ ও ভি২৭ই স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ঈদে স্মার্টফোন দুটি কিনলেই থাকছে উপহার।
ঈদ উপলক্ষে ভি২৭ই ও ভি২৭ কিনলে থাকছে রিরো টিডব্লিউএস ইয়ার বাড। এছাড়া যারা ভি২৭ই কিনবেন তারা মাত্র ৬৯৯ টাকায় ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা পাবে। ঘরে বসেও সহজেই কেনা যাবে ভি২৭ই ও ভি২৭। ফ্রি হোম ডেলিভারির সুবিধাও মিলবে। ৩২ হাজার ৯৯৯ টাকায় ভিভোর নতুন উদ্ভাবন অরা লাইট পোর্ট্রেট সমৃদ্ধ ভিভো ভি২৭ই পাওয়া যাবে ল্যাভেন্ডার পার্পল ও গ্লোরি ব্ল্যাক রঙে। ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং ক্যামেরার স্মার্টফোনটিতে ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এছাড়া ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, ৮ জিবি র্যাম (৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা) ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
অন্যদিকে অরা লাইট ও সনির সেন্সর সমৃদ্ধ ১২০ হার্টজ থ্রিডি কার্ভড স্ক্রিনের ভি২৭ পাওয়া যাবে মাত্র ৫৪ হাজার ৯৯৯ টাকায়। নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লুর কালার চেঞ্জিং রঙে মুগ্ধ হবেন গ্রাহক।
