ভিয়েতনামে এলজির নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র

0
12

বার্তাকক্ষ ,,ভিয়েতনামে গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে এলজি ইলেকট্রনিকস। বর্তমানে প্রযুক্তি জায়ান্টটির ক্রমবর্ধমান অটোমোটিভ সলিউশন ব্যবসাকে আরো শক্তিশালী করতে কাজ করছে। এর অংশ হিসেবেই নতুন এ উদ্যোগ। খবর দ্য কোরিয়া হেরাল্ড।নতুন ইউনিটটি এলজি ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট ভিয়েতনাম নামে পরিচালিত হবে। এখানে যানবাহনের ভেতরে থাকা ইনফোটেইনমেন্ট সিস্টেমের উন্নয়নে ও সফটওয়্যার পরীক্ষায় এ কেন্দ্রটি ব্যবহার করা হবে। এটি এলজির ভেহিক্যাল সলিউশন বিভাগের অন্যতম প্রধান একটি পণ্য।
আইভিআই সিস্টেম চালক ও যাত্রীদের টেলিম্যাটিকস, অডিও, ভিডিও ও নেভিগেশন সংক্রান্ত তথ্য দিয়ে থাকে। এর ফলে ভ্রমণ সুবিধার হয় এবং বিভিন্ন মাধ্যম থেকে বিনোদন পাওয়া যায়। গত বুধবার (৮ মার্চ) হানোইতে নতুন ইউনিট চালু উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
এলজির ভেহিকল সলিউশন বিভাগের গবেষণা প্রধান লি স্যাং-ইয়ং বলেন, ‘বিশ্বব্যাপী অটোমোটিভ বা স্বয়ংচালিত গাড়ি খাতে আমাদের যে গ্রাহক রয়েছে তাদের সহায়তার জন্য আমরা বিভিন্ন সমাধান ও পরিষেবা অব্যাহত রাখব।’