বার্তাকক্ষ
কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ঢাকাই সিনেমায় নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তার। সেভাবেই সবকিছু আগাচ্ছিল। ‘লিপস্টিক’- সিনেমায় কাজ করার বিষয়ে কথাবার্তাও বলে রেখেছিলেন তিনি। কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তে ছবিটিতে নায়িকা চরিত্রে যুক্ত হয়েছেন পূজা চেরি।
এ প্রসঙ্গে ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনা অভিনয় করতে পারবেন না। তাই তার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তুষ্ট।
গত রোববার ‘লিপস্টিক’- সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। এই গল্পে পূজাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলবে বলে আশা ব্যক্ত করেছেন আব্দুল্লাহ জহির বাবু।
সিনেমাটির শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরে। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করেছিলেন দর্শনা বণিক। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। মুক্তির অপেক্ষায় রয়েছে
ছবিটি।
