Saturday, September 23, 2023
Homeআইটিভুয়া খবর ছড়ানো এক লাখ অ্যাকাউন্ট বন্ধ করল চীন

ভুয়া খবর ছড়ানো এক লাখ অ্যাকাউন্ট বন্ধ করল চীন

Published on

সাম্প্রতিক সংবাদ

শিখ হত্যা মামলায় ভারতকে ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ দিয়েছে কানাডা: ট্রুডো

প্রতিদিনের ডেস্ক ব্রিটিশ কলাম্বিয়াতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার প্রমাণ ইতোমধ্যে...

এশিয়ার যেসব ধনী একের পর এক হোটেল খুলছেন সিঙ্গাপুরে

প্রতিদিনের ডেস্ক সিঙ্গাপুরের ভ্রমণ খাত ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর সেই খবর বিশ্বের সবচেয়ে ধনী হোটেল...

আপনি কি সিঙ্গেল? তাহলে নিজের মতো করে উপভোগ করুন আজকের দিনটি

প্রতিদিনের ডেস্ক আজ ২৩ সেপ্টেম্বর, বিশ্ব সিঙ্গেল দিবস। কারেন রিড নামক এক ব্যক্তি দিনটির প্রচলন...

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

বার্তাকক্ষ
ভুয়া খবর ছড়ানো থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে চীন। এর অংশ হিসেবে গত মাসে এক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এসব অ্যাকাউন্ট থেকে খবরগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সাইবারস্পেস রেগুলেটর। খবর রয়টার্স।
সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) অনলাইনের তথ্যাদি পরিষ্কার করার বিশেষ প্রচারণা শুরু করেছে। সেখানে বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের দিকে নজর রাখা হয়েছে যেখান থেকে ‌ভুয়া এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কথা ছড়ানো হয়।
রেগুলেটরটি জানিয়েছে, গত ৬ এপ্রিল থেকে শুরু করে ১ লাখ ৭ হাজারটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। যেখানে ভুয়া খবরের ইউনিট এবং সঞ্চালক ও ৮ লাখ ৩৫ হাজারের বেশি ভুয়া খবর ছিল। শুধু চীন নয়, বরং সারা বিশ্বই এখন অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর কারণে বিপদে পড়ছে, সেই সঙ্গে অনেক দেশই দোষীদের শাস্তি দেয়ার জন্য আইন প্রণয়ন করছে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রচারের বিষয়গুলো এখনই অনেক বেশি নিয়ন্ত্রিত। টুইটারের মতো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবো রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের টপিক হ্যাশট্যাগকে সুবিধা দিলেও বেইজিং যেসব বিষয় বা ঘটনাকে সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে সেগুলো সেন্সর করছে। এমনকি যদি সেগুলো ভাইরাল হয় তবু।
নিজস্ব ওয়েবসাইটে সোমবার সিএসি জানিয়েছে, ভুয়া খবর চিহ্নিত করার এ সময়ে বেশকিছু সামাজিক ঘটনা ও সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াদির গুরুত্বপূর্ণ দিক খুঁজে পাওয়া গেছে। চীনের সরকার অনলাইনে যেসব বিষয়বস্তু ও ভাষাকে সঠিক নয় বলে মনে হয়েছে এবং জনগণ ও ব্যবসায়ীদের জন্য আক্রমণাত্মক ও হুমকিস্বরূপ মনে হয়েছে সেগুলো সরানোর ব্যবস্থা করেছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বর সামাজিক মাধ্যম

প্রতিদিনের ডেস্ক বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা...

‘এলিয়েনে’র শরীর পরীক্ষা করে যা পাওয়া গেল

প্রতিদিনের ডেস্ক এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর...

স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

প্রতিদিনের ডেস্কস্মার্ট বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং সফটওয়্যারের ওপর...