বার্তাকক্ষ
ইরান সরকার নিয়ন্ত্রিত শক্তিশালী একটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ভুয়া ভিপিএন অ্যাপের লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর তথ্য পাওয়া গিয়েছে। এক সাইবার নিরাপত্তা সংস্থার তথ্যানুযায়ী, হ্যাকাররা মেসেজের মাধ্যমে এ লিংক পাঠাত। খবর টেকরাডার।নিরাপত্তা সংস্থা ম্যানডিয়ান্ট জানায়, ২০১৫ সাল থেকে ইরানের শত্রু আখ্যা দিয়ে বিভিন্ন দেশে এ হামলা পরিচালনা করছে এপিটি৪২ নামের একটি হ্যাকার দল। আক্রমণের প্রধান লক্ষ্য হচ্ছে ভুক্তভোগীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়া ও কার্যক্রমে নজরদারি করা। সংস্থাটি মোটামোটি নিশ্চিত, হ্যাকার গ্রুপটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে।
ম্যালওয়্যারটি যে শুধু সুপরিচিত ভিপিএন অ্যাপের আড়ালেই ছড়ানোর চেষ্টা করা হয়েছে তা নয়। পাশাপাশি ফিশিং ই-মেইল, ফ্রি মেসেজিং অ্যাপের কথা বর্ণনাকারী ভুয়া ওয়েবপেজ ও প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ব্যবহার করেও এটি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।ম্যান্ডিয়ান্টের তথ্যানুযায়ী, ইরান সরকারের সন্দেহভাজনদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের ব্যবহার এপিটি৪২ কে চলাফেরা, ফোন নাম্বার, ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সংবেদনশীল তথ্যপ্রাপ্তিতে সহায়তা করছে। প্রতিষ্ঠানটি জানায়, ফোনকল রেকর্ড করা, ব্যবহারকারীর অজান্তে মাইক্রোফোন চালু করা ও অডিও রেকর্ড করা, ছবি হাতিয়ে নেয়া ও কমান্ডের মাধ্যমে ছবি তোলার সক্ষমতা, গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে বর্তমান সময়ের অবস্থান শনাক্তকরণ বিশ্বের যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য হুমকিস্বরূপ।গবেষকরা হ্যাকার গ্রুপটির গত সাত বছরের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে ১৪টি দেশে ৩০টির বেশি সফল হামলার তথ্য পেয়েছে। তাদের ধারণা, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। এসব হামলায় পশ্চিমের থিংক ট্যাংক, গবেষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ইরানের সাবেক সরকারি কর্মকর্তা, ভিন্নমতাবলম্বী ও প্রবাসীরা ভুক্তভোগী হয়েছে।
