প্রতিদিনের ডেস্ক
অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালে ঢুকে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তারা। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের কোন তথ্য প্রমাণ ছাড়া বলেন, ওয়াশিংটনের কাছে তথ্য রয়েছে হামাস আল শিফাসহ গাজার হাসপাতালগুলোতে অবস্থান করছে। এই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়েছে অভিযান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ট্যাংক ও বুলডোজার নিয়ে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল বলছে প্রয়োজনীয়তার ভিত্তিতে তারা আল শিফার বেশ কিছু অংশে টার্গেটেড অভিযান চালাচ্ছে। এদিকে হাসপাতালে হামাসের থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে ফিলিস্তিন। তারা বলছে বাইডেন প্রশাসন এ বিষয়ে ইসরায়েলকে আরও উসকে দিয়েছে। অন্যদিকে গাজার সব হাসপাতাল পরিদর্শনের জন্য জাতিসংঘের প্রতি একটি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে হামাস। আবার আল শিফা হাসপাতালের কর্মচারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হামাস হাসপাতালকে ব্যবহার করছে না , হাসপাতালের নিচে কোন ঘাঁটি নেই। শুধু শুধু স্বাস্থ্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েল সেনারা যে হাসপাতালে অভিযান চালাচ্ছে এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী বলে অভিযোগ করেছে হামাস। তাদের মতে বাইডেন এ বিষয়ে ইসরায়েলকে ইন্ধন যোগাচ্ছে । তবে ইসরায়েলের দাবি, আল শিফা হাসপাতালের নিচে হামাসের ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে। তারা বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তবে এই দাবি অস্বীকার করেছে হামাস।
