ভোমরা প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে লাগেজে করে চলছে ভারতীয় পণ্য পাচার। সাংবাদিক পরিচয়ের আড়ালে ‘লাগেজ বাণিজ্য’ চালাচ্ছে একটি চক্র। শনিবার লাগেজ ভর্তি ১৫-২০ কেজি ওজনের উন্নতমানের আগরবাতির খালি প্যাকেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় দামী প্রসাধনীও উদ্ধার করা হয়।
ভারত থেকে লাগেজে অবৈধ এসব পণ্য বহনের মূল হোতা সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল মোতালেব। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই লাগেজ বাণিজ্য চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শী।
গত শনিবার বেলা ১২টায় বন্দর এলাকায় সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল মোতালেবসহ কয়েকজনের লাগেজে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশি করে মোতালেবের লাগেজ থেকে ১৫-২০ কেজি ওজনের ভারতীয় উন্নতমানের আগরবাতির খালি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় অন্যদের লাগেজ থেকে দামী প্রসাধনী দ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভোমরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ওহিদুল জানান, সাংবাদিক পরিচয়দানকারীর কাছ থেকে ১৫-২০ কেজি ওজনের ভারতীয় উন্নতমানের আগরবাতির খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকে দামী প্রসাধনী দ্রব্য উদ্ধার করা হয়।
সাংবাদিক পরিচয়দানকারী লাগেজ ব্যবসায়ীর নাম জানতে চাইলে বিজিবির এফএস সদস্য জাহাঙ্গীর জানান, যার কাছ থেকে অবৈধ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে তার নাম আব্দুল মোতালেব। এদিকে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজীর মুঠোফোনে জানান, সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল মোতালেবের অত্যাচারে বন্দর এলাকা অতিষ্ঠ হয়ে উঠেছে। নিজের পকেট গরম করতে এখন সে ট্যাক্স ফাঁকির লাগেজ বানিজ্যে নেমে পড়েছে। তিনি আরো জানান, সম্প্রতি ভোমরা কাস্টমস থেকে লাগেজ পণ্য চুরি করার অপরাধে তাকে নিয়ে একটি শালিসও হয়। এই লাগেজ চোরের সঙ্গে সাংবাদিক পরিচয়দানকারী রয়েছে আরো অনেক ব্যক্তি জড়িত আছে। যারা সরাসরি লাগেজ দালালির সঙ্গে যুক্ত।