মঙ্গলে জলাশয় ছিল, প্রমাণ পেয়েছে কিউরিওসিটি

0
15

বার্তাকক্ষ ,,মঙ্গলের পিঠে ৯ বছর ধরে অবিরাম ঘুরে চলেছে নাসার নভোযান ‘কিউরিওসিটি রোভার’। মূলত গবেষণার জন্য কিউরিওসিটি রোভার পাঠিয়েছিল নাসা। সেই কিউরিওসিটির হাত ধরেই দারুণ এক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। লাল গ্রহে মিলেছে জলের অস্তিত্ব থাকার প্রমাণ।
গবেষকরা জানিয়েছেন লাল কিউরিওসিটি যে স্থানের ছবি তুলেছে তাতে স্পষ্ট সেখানে জলের ওপর দিয়ে ঢেউ খেলত একসময়। কালের ফেরে জল শুকিয়ে গেলেও ঢেউ ছাপ রেখে গিয়েছে লাল মাটিতে। সেরকম প্রায় ১৩৭টি ছবি তুলে পাঠিয়েছে কিউরিওসিটি রোভার।
মাস্টক্যামের সাহায্যে রোভার এই ছবিটি তোলে ২০২২-এর ১৬ ডিসেম্বর। ছবিগুলো নাসার অফিসিয়াল সাইটে প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মঙ্গল গ্ৰহের একটি বিশেষ অঞ্চলে রয়েছে রোভারটি।
চারপাশে উঁচু টিলার মধ্যে একটি উপত্যকায় দাঁড়িয়ে সেটি। সেখান থেকে ৩৬০ ডিগ্ৰি ঘুরে ছবি তুলেছে রোভার। তাতেই উঠে এসেছে উপত্যকার ঢেউয়ের ছবি।
যেখানে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে, সেখানেই ঢেউয়ের দাগ স্পষ্ট মাটির উপর। হাজার হাজার বছর আগে সেখানে একটি ছোট্ট অগভীর হ্রদ ছিল বলে মনে করছে নাসা।এর আগেও একাধিক খাদের অস্তিত্ব টের পেয়েছে রোভার। কিন্তু কোথাও জলের প্রমাণ এতটা স্পষ্ট ছিল না।
নাসার কিউরিওসিটি মিশনের অন্যতম বিজ্ঞানী আশ্বিন ভাসাভাদা বলেছেন, এই মিশনে আমরা এতদিন যা দেখেছি তার মধ্যে এই আবিষ্কার গ্রহটিতে পানি ও তরঙ্গের উপস্থিতির সেরা প্রমাণ। খবর হিন্দুস্তান টাইমস।